মেরি কুরির ডায়েরি

আরমান আহমেদ

প্রকাশ: ১৩ জুলাই ২০২৩, ১১:৩৭ এএম | আপডেট: ১৩ জুলাই ২০২৩, ০১:০৬ পিএম

মেরি কুরির ব্যবহৃত ডায়েরি। ছবি: সংগৃহীত

মেরি কুরির ব্যবহৃত ডায়েরি। ছবি: সংগৃহীত

মেরি কুরি বিশ্বের প্রথম মহিলা যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন । তার পুরো নাম মারি স্ক্লোদাওস্কা কুরি বা সংক্ষেপে মেরি কুরি । 

১৮৮৯ থেকে ১৯০২ পর্যন্ত তিনি যে নোটবুক ব্যবহার করেছেন সেটা আজও রাখা আছে প্যারিসের বিবলিয়োথেক ন্যাশনালে । আর সেই নোটবুক থেকে যে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ছে সেটা আগামী ১৫০০ বছর অবধি চলবে। হ্যাঁ ঠিক শুনছেন। ১৫০০ বছর । কারণ এই সমস্ত জিনিসপত্রে লেগে আছে ভয়ঙ্কর তেজস্ক্রিয় মৌল রেডিয়াম-২২৬, যার তেজস্ক্রিয়তার আয়ু ১৫০০ বছর। 

আজ যদি কোনও গবেষক এগুলো ঘাঁটতে চান, তা হলে তাকে মুচলেকা দিয়ে ঘোষণা করতে হয় তিনি বিপদ বুঝে কাজে নামছেন। তার জীবন ঝুঁকিতে পড়লে সংগ্রহশালা কর্তৃপক্ষ দায়ী নয়। তবে আজও মহান এই বিজ্ঞানীর মৃত্যুর পরও তার প্রতি জ্ঞানপিপাসুদের আগ্রহ কমেনি। আজও অনেকেই তার ডায়েরি, গবেষণার কাজে ব্যবহার করা বিভিন্ন সরঞ্জাম নিয়ে গবেষণা করে যাচ্ছেন। 

 যদিও তেজস্ক্রিয় নিরাপত্তার বিশেষ পোশাক পরে তবেই মেরি কুরির জিনিসপত্রে হাত দেওয়ার অনুমতি মেলে।

মেরি কুরি হলেন বিশ্বের প্রথম ব্যক্তি যাকে দুইবার নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে । 

তিনি আজ অবধি বিশ্বের একমাত্র ব্যক্তি যিনি বিজ্ঞানের দুটি পৃথক বিভাগে নোবেল পুরস্কার পেয়েছেন । (১৯০৩ সালে পদার্থবিদ্যায় - তেজস্ক্রিয়তা নিয়ে গবেষণার জন্য ও ১৯১১ সালে রসায়নে - পোলোনিয়াম ও রেডিয়াম আবিষ্কারের জন্য )।

আরমান আহমেদ

সাংবাদিক, ঢাকা।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh