নতুর ফিচার আনছে গুগল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৩, ১২:৫০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গুগল নিয়ে আসছে নতুন ফিচার। এ ফিচারের ফলে বিমানে উঠলেই স্মার্টফোনে ফ্লাইট মোড চালু হবে। 

এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, গুগল কানেক্টেড ফ্লাইট মোড নামে একটি পেটেন্ট নিয়ে কাজ করছে। পেটেন্ট ফাইলিং অনুযায়ী, হঠাৎ চাপ কমে যাওয়া, ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ, কেবিন সাউন্ড, আল্ট্রাসোনিক সিগন্যাল, জিপিএস সিগন্যাল, সেলুলার আইডি এবং ওয়াই-ফাই সিগন্যাল ইত্যাদির উপর ভিত্তি করে ফ্লাইট মোড চালু হবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ব্যবহারকারীদের ট্রাভেল বুকিং অ্যাক্টিভিটি, চেক-ইন স্ট্যাটাস ইত্যাদি ট্র্যাক করবে গুগল। এছাড়া ব্লুটুথ ও ওয়াই-ফাই কানেকশনও ট্র্যাক করবে তারা। এই ফিচারটি চালু হওয়ার পর ব্যবহারকারীদের ফ্লাইট মোড চালু করতে হবে না।

অন্য একটি প্রতিবেদনে বলা হয়েছে, গুগল তাদের জিবোর্ড কীবোর্ডের জন্য একটি ফিচার নিয়ে কাজ করছে। যেখানে ব্যবহারকারীরা ফোনে কোনো কিছু টাইপ করার পর ‘আন্ডু’ করতে পারবেন। এই ফিচার আসার পর মুছে ফেলা টেক্সটও পুনরুদ্ধার করা যাবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh