নটরডেম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন নজরুলের শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৩, ০৮:৩৫ পিএম

আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী তরিকুল কবির। ছবি: বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী তরিকুল কবির। ছবি: বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

নটরডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর শিক্ষক হিসেবে যোগদান করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী তরিকুল কবির।

গতকাল শনিবার (১৫ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে নটরডেম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে আইন বিভাগে যোগদান করেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত তরিকুল কবির জানান, সকল প্রশংসা আল্লাহর। আমি সত্যিই খুব আনন্দিত। আমার এই অর্জনে যারা সবসময় আমার পাশে ছিল সবার প্রতি কৃতজ্ঞতা। আমি আমার কর্মক্ষেত্রে সর্বোচ্চটা দিয়ে কাজ করে যেতে চাই।

তিনি আইন ও বিচার বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এখানেই তিনি স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তার এই সাফল্যে বিভাগটির শিক্ষক শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেছেন।

আইন ও বিচার বিভাগের বিভাগীয় আহসান কবীর বলেন, এটি অবশ্যই আমাদের জন্য একটি আনন্দের ব্যাপার। সেই সাথে তার এই কৃতিত্ব পরবর্তীদের অনুপ্রেরণা যোগাবে। যারা চাকরীপ্রত্যাশী আছে তাদের হতাশ হবার কোনো সুযোগ নেই। লেগে থাকলে চেষ্টা করলে সফলতা আসবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh