বিএনপি থেকে ৪ নেতাকে আজীবনের জন্য বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৩, ১২:২৫ এএম

বিএনপি। ছবি: ফাইল

বিএনপি। ছবি: ফাইল

সিলেটের বিশ্বনাথ উপজেলার চার নেতাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিএনপি। রবিবার (১৬ জুলাই) দলটির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন- বিশ্বনাথ উপজেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল ইসলাম রুহেল, তথ্য ও গবেষণা সম্পাদক খায়রুল আমীন আজাদ, বিশ্বনাথ পৌর বিএনপির সাধারণ সম্পাদক বশির আহমদ ও দৌলতপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজ আরব খান।

বিএনপির বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে এই চার নেতাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh