খাগড়াছড়িতে নৌকাকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থীর বড় জয়

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুলাই ২০২৩, ১১:৫০ পিএম

স্বতন্ত্র প্রার্থী গগন বিকাশ চাকমা। ছবি: খাগড়াছড়ি প্রতিনিধি

স্বতন্ত্র প্রার্থী গগন বিকাশ চাকমা। ছবি: খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালার একটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিপুল ভোটে হারিয়ে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী।

আজ সোমবার (১৭ জুলাই) সন্ধ্যায় ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী ৫ নম্বর বাবুছড়া ইউপিতে চেয়ারম্যান পদে ৩ হাজার ২৩৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী গগন বিকাশ চাকমা। তিনি চশমা প্রতীকে নির্বাচন করেন।

রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শাহেনসা লতিফুল খায়ের এ ফলাফল ঘোষণা করেন।

তিনি বলেন, এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ভোটার ছিলেন ১২ হাজার ৩৯০ জন। যার মধ্যে ভোট দিয়েছেন ১০ হাজার ১১৮ জন। অর্থাৎ শতকরা হিসেবে ৮২ শতাংশ মানুষ ভোট দিয়েছেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, এই ইউপিতে নৌকার প্রার্থী অনুপম চাকমা পেয়েছেন ১৯৭ ভোট। নৌকার এই প্রার্থীর সঙ্গে বিজয়ী প্রার্থীর ভোটের ব্যবধান সবচেয়ে বেশি। অন্য প্রার্থীদের ভোটপ্রাপ্তির বিচারে প্রতিদ্বন্দ্বিতাতেই আসতে পারেননি অনুপম চাকমা। অটোরিকশা প্রতীকের অপকেশ চাকমা পেয়েছেন ১ হাজার ৬৮ ভোট এবং ঘোড়া প্রতীকে নিউটন চাকমা পেয়েছেন ১ হাজার ৫২ ভোট।

প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয় বাবুছড়া ইউনিয়নে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh