ঝিনাইদহে অস্ত্র মামলায় একজনের ১৭ বছরের কারাদণ্ড

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুলাই ২০২৩, ১২:৩৪ এএম

অস্ত্র মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

অস্ত্র মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে অস্ত্র মামলায় পৃথক দুটি রায়ে ফারুক হোসেনকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার (১৭ জুলাই) দুপুরে সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ দণ্ডাদেশ প্রদান করেন।

মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী (পিপি) ইসমাইল হোসেন বাদশা জানান, ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি ঝিনাইদহ সদরের হলিধানী এলাকা থেকে ফারুক হোসেনের দেহ তল্লাশি করে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ বাদী হয়ে ২৩ ফেব্রুয়ারি সদর থানায় ফারুক হোসেন, রাশিদুল ইসলাম ও লিটনের নামে মামলা দায়ের করে। তদন্ত শেষে পুলিশ ২০১৭ সালের ১৭ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ওই মামলায় আসামিকে পৃথক দুটি ধারায় ১০ বছর ও ৭ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন।

মামলার অপর আসামি রাশিদুল ইসলাম ও লিটনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাশ দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামি ফারুক ঝিনাইদহ সদর উপজেলার সদরের মহামায়া গ্রামের ফজলু বিশ্বাসের ছেলে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh