চট্টগ্রাম দোহাজারীর প্রথম মেয়র নৌকার প্রার্থী লোকমান হাকিম

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুলাই ২০২৩, ০১:৫৮ পিএম

লোকমান হাকিম।

লোকমান হাকিম।

চট্টগ্রাম চন্দনাইশের দোহাজারী পৌরসভার প্রথম ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী লোকমান হাকিম। ১৯ হাজার ১০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। 

তার নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল্লাহ আল নোমান বেগ নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ২২৫৯ ভোট। এছাড়া ইসলামী ফন্টের প্রার্থী জয়নুল আলম পেয়েছেন ১৯৭৮ ভোট।

সোমবার (১৭ জুলাই) উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মিনহাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

কাউন্সিলর হলেন যারা
১ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ আবদুল আজিজ (পাঞ্জাবী), ২ নম্বর ওয়ার্ডে শাহআলম (ব্ল্যাক বোর্ড), ৩ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ জাাহঙ্গীর আলম (উটপাখি), ৪ নম্বর ওয়ার্ডে পহর উদ্দীন (পাঞ্জাবী), ৫ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ ইদ্রিছ (টেবিল ল্যাম্প), ৬ নম্বর ওয়ার্ডে মোঃ মহি উদ্দীন (ডালিম), ৭ নম্বর ওয়ার্ডে মোঃ আলমগীর (গাজর), ৮ নম্বর ওয়ার্ডে চিত্র রঞ্জন বিশ্বাস (উটপাখি), ৯ নম্বর ওয়ার্ডে মো. নাজিম উদ্দীন মাস্টার (টেবিল ল্যাম্প)। 

সংরক্ষিত মহিলা কাউন্সিলর
১,২,৩ নম্বর ওয়ার্ডে মোছাম্মৎ আয়েশা আকতার (আনারস), ৪,৫,৬ নম্বর ওয়ার্ডে মমতাজ বেগম (চশমা), ৭,৮,৯ নম্বর ওয়ার্ডে রাজিয়া সুলতানা রাজু (চশমা)। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh