সারাদেশে চিকিৎসকদের ধর্মঘট স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৩, ০৪:৪১ পিএম

ধর্মঘটে রোগী শূন্য চিকিৎসকদের চেম্বার। ছবি: সংগৃহীত

ধর্মঘটে রোগী শূন্য চিকিৎসকদের চেম্বার। ছবি: সংগৃহীত

সেন্ট্রাল হসপিটালে প্রসূতি ও নবজাতক মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই চিকিৎসক জামিন পাওয়ায় চলমান ধর্মঘট স্থগিত করেছেন চিকিৎসকরা।

আজ মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল ৪টা থেকেই প্রাইভেট চেম্বার ও অপারেশন ফের চালুর ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও বাংলাদেশ সোসাইটি অব সার্জন বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। 

ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের কনফারেন্স রুমে ফেডারেশন অব অল সোসাইটি বাংলাদেশের যৌথ সভা শেষে তিনি এ ঘোষণা দেন।

খুরশিদ আলম বলেন, সর্বশেষ খবর পেয়েছি- গ্রেপ্তার হওয়া দুই চিকিৎসকের জামিন হয়েছে। তাই আপাতত চিকিৎসকদের কর্মসূচি স্থগিত করা হয়েছে। ফলে আজ বিকেল থেকেই প্রাইভেট চেম্বার ও অপারেশন চলবে।

এর আগে, রোগী মৃত্যুর ঘটনায় তিন চিকিৎসককে গ্রেপ্তারের প্রতিবাদে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে টানা দুইদিন রাজধানীসহ সারা দেশে চেম্বারে রোগী দেখা এবং প্রাইভেট হাসপাতালে অপারেশন বন্ধ করে দেন চিকিৎসকরা। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh