ফিফা র‍্যাংকিংয়ে তিন ধাপ আগালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৩, ০৫:২৬ পিএম

বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ছবি: সংগৃহীত

সবশেষ সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপ ও ভুটানকে হারিয়ে ১৪ বছর পর সেমিফাইনালে ওঠে লাল-সবুজ জাসির্ধারীরা। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ এবার ফিফা র‌্যাংকিংয়ে বড় উন্নতি হয়েছে বাংলাদেশের।

আজ বৃহস্পতিবার (২০ জুলাই) ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রকাশিত হালনাগাদ র‍্যাংকিংয়ে ১৯২ থেকে তিন ধাপ এগিয়ে ১৮৯ নম্বরে উঠে এসেছে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।

এর আগে, দীর্ঘ সময় বাংলাদেশ ১৯২ র‌্যাংকিংয়ে আটকে ছিল। উন্নতি হচ্ছিল না কিছুতেই, বরং বাজে পারফরম্যান্সে আরও অবনমনের আশঙ্কা জেগেছিল তখন।

এদিকে এবারের র‍্যাংকিংয়ের শীর্ষ দশে অবশ্য কোনো দলের পরিবর্তন হয়নি। গত এপ্রিলে শীর্ষে ওঠা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা রয়েছে প্রথম স্থানেই। কাতার বিশ্বকাপের ফাইনালে আলবিসেলেস্তেদের কাছে হেরে গিয়ে রানার্সআপ হওয়া ফ্রান্স আছে তাদের পরেই।

র‍্যাংকিংয়ের তৃতীয় স্থানে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শীর্ষ দশের বাকিরা যথাক্রমে ইংল্যান্ড, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, নেদারল্যান্ডস, ইতালি, পর্তুগাল ও স্পেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh