প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ব্যতীত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০২৩, ০৩:৩৩ পিএম

জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকরা। ছবি: সংগৃহীত

জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকরা। ছবি: সংগৃহীত

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষকরা। নির্বাচনের আগে জাতীয়করণ সম্ভব নয় এ কথা শিক্ষামন্ত্রী জানালেও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ব্যতীত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।

আজ শুক্রবার (২১ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলমান রাখেন শিক্ষকরা। বরাবরের মতো এ সময়েও পল্টন থেকে প্রেস ক্লাবমুখী রাস্তা বন্ধ থাকে।

গত বুধবার জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বৈঠক করেন শিক্ষামন্ত্রী।‌ বৈঠক শেষে তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা সম্ভব নয়।

বৈঠকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে দুটি কমিটি গঠন, মাধ্যমিকপর্যায়ের স্কুলের গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে শীতের ছুটির সঙ্গে সমন্বয়করণ, ৩০ নভেম্বরের মধ্যে নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠদান ও মূল্যায়ন শেষ করারও নির্দেশ দেন শিক্ষামন্ত্রী।

তবে আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় লাগাতার অবস্থান কর্মসূচি চলমান থাকবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh