অভ্যন্তরীণ বিষয়ে কথা বলে বিদেশিরা মজা পায়: পররাষ্ট্রমন্ত্রী

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ২১ জুলাই ২০২৩, ০৪:১৫ পিএম | আপডেট: ২১ জুলাই ২০২৩, ০৪:১৯ পিএম

সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ছবি: সংগৃহীত

সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ছবি: সংগৃহীত

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলে বিদেশিরা মজা পায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আজ শুক্রবার (২১ জুলাই) দুপুরে সিলেট শিল্পকলা একাডেমিতে সম্মাননা প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশিরা আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলে মজা পায়। তারা নিজেদের এ দেশের সম্রাট মনে করে। পৃথিবীর আর কোথাও অ্যাক্টিভিস্ট রাষ্ট্রদূতরা দল বেঁধে মন্তব্য করে বেড়ায় না।

তিনি বলেন, সম্প্রতি পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে ৪০ জনের মারা যাওয়া নিয়ে একটা দেশও কথা বলেনি। আমাদের দেশে কেউ কিছু করলে সঙ্গে সঙ্গেই তারা চিৎকার শুরু করে। একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ের ওপর হস্তক্ষেপ, যা জেনেভা কনভেনশনের ধারে-কাছেও নেই।

এ সময় তিনি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্যকারী বিদেশিদের বয়কট করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।

এর আগে, সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের জন্য জেলা শিল্পকলা একাডেমির দেওয়া সিলেটের পাঁচ গুণীজনের হাতে সম্মাননা তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন- সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh