নন-ক্যাডারের মর্যাদা পেলেন ৫৯ শিক্ষক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৩, ০৯:৩০ পিএম

শিক্ষা মন্ত্রণালয়। ছবি: ফাইল

শিক্ষা মন্ত্রণালয়। ছবি: ফাইল

জাতীয়করণ করা ১৮টি মহিলা কলেজের ৫৯ জন শিক্ষককে প্রশাসনিক আপিল ট্রাইবুন্যালের রায়ের আলোকে নন-ক্যাডার হিসেবে মর্যাদা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ রবিবার (২৩ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

এতে বলা হয়, জাতীয়করণকৃত ১৮টি মহিলা কলেজের বিষয়ে প্রশাসনিক ট্রাইবুন্যাল-১, ২০১৬ সালের ২৭ নভেম্বরের রায়, প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের ২০১৮ সালের ১ আগস্টের রায় এবং এর ধারাবাহিকতায় প্রশাসনিক ট্রাইব্যুনালের ২০১৩ সালের ১০ মের আদেশের পরিপ্রেক্ষিতে ১৯৮১ সালের টিচার্স অ্যান্ড নন-টিচিং স্টাফ অব ন্যাশনাল কলেজ (ডাইরেক্টরিয়েট অব পাবলিক ইনস্ট্রাকশন) অবজারবেশন রুলস এর ৮ নম্বর বিধি অনুযায়ী প্রস্তাবিত ৪৮ জন শিক্ষককে নন-ক্যাডার হিসেবে ইফেকটিভ সার্ভিস প্রদান করা হলো।

১৮টি মহিলা কলেজ সরকারিকরণের বছর থেকে ৫৯ জন সহকারী অধ্যাপক ও প্রভাষককে নন-ক্যাডার হিসেবে অন্তর্ভুক্ত করে তালিকা প্রকাশ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh