নির্বাচনের আগে আর কোনো সংলাপ নয়: ইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৩, ০৩:৫৫ পিএম | আপডেট: ২৫ জুলাই ২০২৩, ০৬:২০ পিএম

গ্রাফিক্স: সাম্প্রতিক দেশকাল

গ্রাফিক্স: সাম্প্রতিক দেশকাল

জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আর কোনো সংলাপের উদ্যোগ নেয়া হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিসুর রহমান।

আজ মঙ্গলবার (২৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।

আনিসুর রহমান বলেন, নির্বাচন আয়োজনের প্রক্রিয়া এগিয়ে নেবে নির্বাচন কমিশন, যথা সময়েই তফসিল ঘোষণা করা হবে।

রাজনৈতিক দলের নিবন্ধন না দেওয়ায় আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন,  নির্বাচন কমিশন ঘেরাও করার অধিকার সবার আছে। সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে বলে আশা করছি।

সংবিধান অনুযায়ী নির্বাচন আয়োজনের সকল প্রস্তুতি আছে নির্বাচন কমিশনের আছে জানিয়ে ইসি আনিস বলেন, নির্বাচনে থাকা না থাকা প্রত্যেকটি দলের নিজেদের ব্যাপার। সংবিধান অনুযায়ী নির্বাচন আয়োজনের সকল প্রস্তুতি আছে নির্বাচন কমিশনের। বড় দলগুলো ভোটে আসলে, কমিশনের ওপর চাপ কমে যায়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh