ঝিনাইদহ পৌরসভার ১১৯ কোটি ৩০ লাখ টাকার বাজেট ঘোষণা

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৩, ০৮:৫৫ পিএম | আপডেট: ২৭ জুলাই ২০২৩, ০৮:৫৮ পিএম

বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখছেন পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখছেন পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে পৌরসভার ভাষা সৈনিক মুসা মিয়া আইসিটি ইনকিউবেটর এন্ড ল্যাঙ্গুয়েজ সেন্টারে এ উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। নতুন অর্থ বছরে ১১৯ কোটি ৩০ লাখ ৩ হাজার ৩৪৪ টাকার বাজেট ঘোষণা করেন তিনি।

বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন- পৌরসভার সংস্থাপন ও অর্থ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সাইফুল ইসলাম মধু, পৌর নির্বাহী কর্মকর্তা মুস্তাক আহমেদ, নির্বাহী প্রকৌশলী কামাল হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা বি এম আব্দুল মজিদ প্রমুখ।

বাজেট অনুষ্ঠানের পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল বলেন, ঘোষিত বাজেটে নাগরিক সেবা বৃদ্ধি ও উন্নয়ন মূলক কাজকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পৌর নাগরিকদের উপর এই বছরের অতিরিক্ত কোন কর আরোপ করা হবে না। নিয়মিত অন্তর্বর্তীকালীন কর ধার্য, বকেয়া পৌর কর আদায় ও কর বহির্ভূত রাজস্ব দাবির ভিত্তিতে বাজেট প্রণয়ন করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh