গান-অভিনয়ে এসডি রুবেল

এন ইসলাম

প্রকাশ: ২৯ জুলাই ২০২৩, ০১:৩৬ পিএম

এসডি রুবেল।

এসডি রুবেল।

জনপ্রিয় সঙ্গীতশিল্পী এসডি রুবেল। অভিনেতা হিসেবেও তিনি পরিচিত। ‘এভাবেই ভালোবাসা হয়’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখেন তিনি। মুক্তির অপেক্ষায় আছে তার ‘বৃদ্ধাশ্রম’ শিরোনামের একটি সিনেমা। অভিনয়ের পাশাপাশি এটি পারিচালনাও করেছেন তিনি নিজেই। তবে সিনেমাটি মুক্তির আগেই ঈদে এটির একটি গান প্রকাশ করেছেন অভিনেতা। ‘ও রাতের আকাশ তুমি বলো’ গানটি সিনেমাতে নায়কের লিপে মিউজিক ছাড়া শোনা যাবে। তাই গানটি ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিও আকারে প্রকাশ করলেন বলে জানান তিনি।

সিনেমাটি মুক্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “গেল ১২ মে মুক্তি পাওয়ার কথা ছিল এটি। কিন্তু সে সময় বলিউডে ‘পাঠান’ সিনেমাটি মুক্তি পায়। যার কারণে আমার সিনেমাটির মুক্তি পেছাতে হয়েছে। এখনো নতুন তারিখ ঠিক করিনি। আশা করছি চলতি বছরেই এটি মুক্তি দিতে পারব।” এদিকে নতুন সিনেমার খবর দিলেন অভিনেতা ও গায়ক। পরপর আরও তিনটি সিনেমার কাজ করবেন বলে জানান। এর মধ্যে আগামী সেপ্টেম্বরে ‘নীল আকাশে পাখি ওড়ে’ শিরোনামের একটি সিনেমার কাজ শুরু করবেন তিনি। গানের বাইরে অভিনয়ে কেন? তার ভাষ্য, ‘গানের বাইরে অভিনয়কে ভালোবাসি। আমাদের অনেকে গানের বাইরে অভিনয় করেছেন। নতুন প্রজন্মের অনেক শিল্পীও অভিনয় করছেন। যদি কেউ কোনো কিছু করতে পারে তাতে আমি খারাপভাবে দেখি না সেটি। দর্শক আমার আগের সিনেমাটি গ্রহণ করেছেন বলেই নতুন সিনেমার জন্য উৎসাহ পেয়েছি। আশা করছি ভালো কিছু দিতে পারব।’ 

চলতি সময়ের সিনেমার পরিবেশ নিয়েও এ অভিনেতা কথা বলেন। নিয়মিত ভালো সিনেমা মুক্তি পেলে এবং একই সঙ্গে সিনেমা হলের পরিবেশ সুন্দর হলে দর্শক আগের মতো সিনেমা দেখবে বলে মন্তব্য করেন তিনি। অভিনেতা ও কণ্ঠশিল্পী আরও বলেন, এবার ঈদের সবগুলো সিনেমা নিয়েই দর্শকের আগ্রহ দেখছি। এখন আমাদের ভালো সিনেমা নির্মাণ হচ্ছে। এটি আমাদের জন্য পজেটিভ। আমাদের সিনেমা দেশের বাইরেও দারুণ প্রশংসিত হচ্ছে। এ ধারা ধরে রাখতে পারলে সিনেমা বাজার আবারও চাঙ্গা হবে।’ ‘অনেক বেদনা ভরা’খ্যাত এ গায়ক নিয়মিত নতুন গানও করছেন। কিন্তু দেশের শীর্ষ অডিও প্রযোজনা প্রতিষ্ঠানগুলো এখন নাটকে বেশি মনোযোগী এ নিয়ে তিনি কিছুটা ক্ষোভ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘গেল কয়েক বছর ধরেই দেশের শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠানগুলো নাটক নির্মাণ করছে। গানকে উপেক্ষা করে অন্যদিকে মনোযোগী হওয়াকে ভালোভাবে নেওয়া যায় না। গান থেকেই তারা একটা সময় লাভবান হয়েছেন। এখন অনেক প্রতিষ্ঠানই নিয়মিত গান করা থেকে দূরে আছে। আমি আশা করব নাটকের পাশাপাশি প্রযোজনা প্রতিষ্ঠানগুলো নিয়মিত গানও করবে।’


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh