উত্তরায় ঈগল পরিবহনের বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৩, ১১:৩০ পিএম

উত্তরায় ঈগল পরিবহনের বাসে আগুন। ছবি: সংগৃহীত

উত্তরায় ঈগল পরিবহনের বাসে আগুন। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় মালেকাবানু স্কুলের সামনে ঈগল পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কীভাবে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। 

আজ শ‌নিবার (২৯ জুলাই) রা‌ত ১০টার দিকে এই ঘটনা ঘ‌টে। খবর পে‌য়ে ফায়ার সা‌র্ভিসের কর্মীরা গি‌য়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিস বলছে, আগুনের খবর পেয়ে তারা তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। পরে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনের বাসের ভিতরে সব পুড়ে গেছে। এখন বাসটির ঘটনাস্থলেই আছে।

উত্তরা ফায়ার স্টেশনের একজন কর্মকর্তা জানিয়েছেন, ৯৯৯-এ খবর পেয়ে তারা ঘটনাস্থলে আসে। পরে ফায়ারের দুটি ইউনিট সেখানে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। 

এদিকে শনিবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, আজ ছয়টি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। এছাড়া পুলিশ বেশকিছু গাড়ি ও ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh