১৪ দলের জরুরি সভা আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৩, ১০:২৪ পিএম

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। ছবি: ফাইল

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। ছবি: ফাইল

আগামীকাল সোমবার (৩১ জুলাই) বিকেল ৪টায় ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের জরুরি সভা আহ্বান করা হয়েছে। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর নিউ ইস্কাটনের বাসায় এ সভা অনুষ্ঠিত হবে।

আজ রবিবার (৩০ জুলাই) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh