নেত্রকোণা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রনি, সম্পাদক শুভ

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশ: ০১ আগস্ট ২০২৩, ০৩:২২ পিএম | আপডেট: ০১ আগস্ট ২০২৩, ০৩:২৫ পিএম

অ্যাডভোকেট আরিফুজ্জামান রনি ও আরেফিন কায়সার শুভ। ছবি:নেত্রকোণা প্রতিনিধি

অ্যাডভোকেট আরিফুজ্জামান রনি ও আরেফিন কায়সার শুভ। ছবি:নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নাম ঘোষণা করা হয়েছে। 

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সূত্রে জানা যায়, গত শনিবার (২৯ জুলাই) দীর্ঘ আট বছর পর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে নির্বাচিত করা হয়েছে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

সম্মেলনের দুই দিন পর গতকাল সোমবার (৩১ জুলাই) আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদের মনোনীত প্রার্থীর নাম উল্লেখ করে অনুমোদন দেওয়া হয়। এতে অ্যাডভোকেট আরিফুজ্জামান রনিকে সভাপতি ও আরেফিন কায়সার শুভকে সাধারণ সম্পাদক করা হয়। 

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, আগামী তিন বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করারও নির্দেশ প্রদান করা হয়েছে। 

গত শনিবার (২৯ জুলাই) নেত্রকোণা শহরের ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম।

দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত এ সম্মেলনে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। প্রধান বক্তা ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের  সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।

জেলা স্বেচ্ছাসেবক লীগের গত কমিটির সভাপতি মারুফ হাসান খান অভ্রর সভাপতিত্বে সাধারণ সম্পাদক খায়রুল হাসান লিটুর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল (এমপি), কার্যনির্বাহী সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু, সংসদ সদস্য মানু মজুমদার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান লিটন, জেলা পরিষদের চেয়ারম্যান অসীত সরকার সজল, সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য অপু উকিল, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান স্বপন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, সাংগঠনিক সম্পাদক ফরিদুর রহমান খান ইরান, কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ সারোয়ার মুর্শেদ আকন্দ জাস্টিস প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh