অগ্রণী ব্যাংকের এক ঋণ খেলাপি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ আগস্ট ২০২৩, ০৬:৪৭ পিএম

অগ্রণী ব্যাংক।

অগ্রণী ব্যাংক।

খেলাপি ঋণ আদায়ে কঠোর আইনি পদক্ষেপ নিচ্ছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক। সম্প্রতি ঢাকার বঙ্গবন্ধু এভিনিউ কর্পোরেট শাখার খেলাপি ঋণগ্রহীতা প্রতিষ্ঠান মেসার্স ফিনিক্স লেদার কমপ্লেক্স (প্রা.) লিমিটেডের পরিচালক শেখ খাজাউদ্দিন গ্রেপ্তার হয়েছেন।

প্রতিষ্ঠানটির ১৪২ কোটি ৬৫ লাখ ৯৫ হাজার টাকা আদায়ের লক্ষ্যে গত ১২ জানুয়ারি ঢাকার অর্থঋণ আদালত-১ এ অর্থজারী মোকদ্দমা নং- ১৭/২০২৩ দায়ের করে অগ্রণী ব্যাংক। উক্ত মামলায় বিজ্ঞ আদালত অর্থঋণ আদালত আইন ২০০৩ এর ৩৪(১) ধারায় গত ২৫ মে মেসার্স ফিনিক্স লেদার কমপ্লেক্স (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান মিসেস রওশন আরা রহমান গংদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এর পরিপ্রেক্ষিতে গত ২০ জুলাই ধানমন্ডি থানা পুলিশ প্রতিষ্ঠানটির পরিচালক শেখ খাজাউদ্দিনকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh