নিঝুমদ্বীপের কমিউনিটি ক্লিনিকগুলোর সেবা নিশ্চিত করা হোক

ডা. তরিকুল ইসলাম শান্ত

প্রকাশ: ০২ আগস্ট ২০২৩, ১১:২৭ এএম

প্রান্তিক পর্যায়ে জনগণের স্বাস্থ্যসেবার প্রথম ও প্রধান স্বাস্থ্যসেবা কেন্দ্রের মধ্যে কমিউনিটি ক্লিনিকগুলো অন্যতম। যেখানে দরিদ্র থেকে অতি দরিদ্র মানুষ স্বাস্থ্য সেবা নিয়ে থাকেন। সরকারি নিয়ম অনুযায়ী এই কমিউনিটি ক্লিনিকগুলো শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত খোলা থাকার কথা। অথচ সরেজমিনে গিয়ে দেখা যায়, সপ্তাহের বেশির ভাগ দিনই বন্ধ থাকে এই ক্লিনিকগুলো।

এসব ক্লিনিকগুলোতে স্থানীয় জনবলের নিয়োগ থাকার কথা থাকলেও বেশির ভাগ ক্লিনিকেই নিয়োগ দেয়া হয়েছে নিঝুমদ্বীপের বাইরের জনবল। যার ফলে বাইরে থেকে এসে প্রতিদিন ক্লিনিকগুলো চালাতে পারছেন না দায়িত্বরত সিএইচসিপিরা।

এমতাবস্থায়, নিঝুমদ্বীপের স্থানীয় স্বাস্থ্যসেবা প্রত্যাশীদের দাবী, নিঝুমদ্বীপের এই কমিউনিটি ক্লিনিকগুলো থেকে তারা যেন সঠিক স্বাস্থ্যসেবা পায় সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

ডা. তরিকুল ইসলাম শান্ত

নিঝুমদ্বীপ, হাতিয়া,

নোয়াখালী।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh