জুলাইয়ে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে রপ্তানি আয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৩, ০৯:০৬ পিএম

চট্টগ্রাম বন্দর। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দর। ছবি: সংগৃহীত

২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রপ্তানি আয় হয়েছে ৪ দশমিক ৫৯ বিলিয়ন ডলার। যা ২০২২-২৩ বছরের একই মাসে ছিল ৩ দশমিক ৯ বিলিয়ন ডলার। অর্থ্যাৎ গত বছরের চেয়ে এবার আয় বেড়েছে ১৫ দশমিক ২৬ শতাংশ। যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

আজ বুধবার (২ জুলাই) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত তথ্যে রপ্তানি আয় বৃদ্ধির এই খবর জানা যায়।  

জানা যায়, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, চাহিদা কমে যাওয়া ও রপ্তানির প্রধান গন্তব্য পশ্চিমা দেশে বাজারের অস্থিরতার মধ্যেও বাংলাদেশের ৪ দশমিক ৪৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানির লক্ষ্য ছিল। মাস শেষে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি আয় এসেছে।

ইপিবির তথ্যে জানা যায়, রপ্তানি আয়ের খাতগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে তৈরি পোশাক। এই খাতে জুলাই মাসে আয় ৩ দশমিক ৯৫ বিলিয়ন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ১৭.৪৩ শতাংশ বেশি। ২০২২ সালের জুলাইয়ে আয় ছিল ৩ দশমিক ৩৬ বিলিয়ন ডলার।

পোশাক খাতের মধ্যে ২০২২ সালে নিটওয়্যার খাতে আয় হয়েছিল ১ দশমিক ৮৫ বিলিয়ন ডলার। তবে এ অর্থবছরে সেটি ২২. ২৪ শতাংশ বেড়ে ২ দশমিক ২৬ বিলিয়ন ডলার হয়েছে। আর তৈরি পোশাক ১ দশমিক ৫১ বিলিয়ন ডলার থেকে ১১.৫৪ শতাংশ বেড়ে ১ দশমিক ৬৮ বিলিয়ন ডলার হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh