বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হত্যায় ৬ জনের মৃত্যুদণ্ড

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৩, ০৬:৪১ পিএম | আপডেট: ০৩ আগস্ট ২০২৩, ০৬:৪২ পিএম

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মাস্টার হত্যা মামলার রায়ে ৬ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ছবি: সংগৃহীত

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মাস্টার হত্যা মামলার রায়ে ৬ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মাস্টার হত্যা মামলার রায়ে ৬ জনকে মৃত্যুদণ্ড এবং দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেলে ময়মনসিংহের অতিরিক্ত জেলা দায়রা জজ ২য় আদালতের বিচারক সাবরিনা আলী আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

রায়ে আসামি ত্রিশাল উপজেলার খাগাটিপাড়া গ্রামের ইছব আলী আকন্দের ছেলে মোবারক হোসেন, মোক্ষপুর জামতলী গ্রামের মৃত আব্দুল ছোবহানের ছেলে তোফাজ্জল হোসেন, নারায়নপুর গ্রামের পক্কু মিয়ার ছেলে রুবেল, চাঁন মিয়ার ছেলে সেলিম, তফাজ্জল হোসেনের ছেলে সোহাগ, ইমান আলীর ছেলে মো. ইদ্রিছকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং রায়মনি গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে মোফাজ্জল হোসেন ওরফে রুবেল ও খাগাটিপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে দুলাল উদ্দিনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

মামলার বিবরণে রাষ্ট্রপক্ষের আইনজীবী পিযুষ কান্তি সরকার জানান, ২০১৮ সালের ৪ জুলাই রাতে ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও খাগাটি জামতলী মাদ্রাসার সহকারী শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন (৬৫) মাছের ফিসারিতে রাত্রিযাপনের জন্য বাড়ি থেকে বেরিয়ে যান। পরদিন ভোরে ফিসারির পানিতে তাকে গলাকাটা অবস্থায় ভাসতে দেখা যায়। এ ঘটনায় ছেলে মাহমুদুল হাসান মামুন বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করলে ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারী তদন্ত শেষে পুলিশ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালতে ২৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক ওই রায় ঘোষণা করেন। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh