যে কারণে নেতৃত্ব ছাড়লেন তামিম

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৩, ১১:৪০ পিএম | আপডেট: ০৩ আগস্ট ২০২৩, ১১:৪৬ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে সংবাদ সম্মেলনে তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে সংবাদ সম্মেলনে তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

অবসর ভেঙে ফেরার কথা থাকলেও হঠাৎ করেই অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। একই সঙ্গে এশিয়া কাপেও দেখা যাবে না এই বাঁহাতি ব্যাটারকে।

আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানান তামিম।

অধিনায়কত্ব ছাড়ার কারণ হিসেবে তিনি বলেন, ক্রিকেটের স্বার্থেই অধিনায়কত্ব ছেড়েছি। নতুন অধিনায়ককে সকল প্রকারের সাহায্য করব।

ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনূস বলেন, তামিমের এল ৪ ও এল ৫ ইনজুরিটার জন্য ও ইনজেকশন নিয়েছে। সাত দিন পুরোপুরি বিশ্রামে থাকতে হবে ওকে। সেটা শেষ হবে শুক্রবার। এরপর ধীরে ধীরে পুনর্বাসন শুরু হবে। আবার সামনে বিশ্বকাপও আছে। আমরা সেখানে পুরোপুরি সুস্থ তামিমকে চাই। এশিয়া কাপের জন্য দল যখন যাবে, সে সময়টাতে ওর পুনর্বাসন চলবে। আর সে কারণেই এশিয়া কাপের স্কোয়াডে ওকে রাখা যাচ্ছে না।

এর আগে, পিঠের ইনজুরির চিকিৎসা শেষে বৃহস্পতিবার (৩ আগস্ট) নিজের শারীরিক অবস্থার কথা জানাতে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় গিয়েছেন তামিম ইকবাল।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh