ভাঙনের কবলে মেরিন ড্রাইভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৩, ০৫:৪৯ পিএম | আপডেট: ০৫ আগস্ট ২০২৩, ০৫:৫১ পিএম

জোয়ারের ঢেউয়ের আঘাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের অন্তত নতুন ৫টি অংশে ভাঙনের সৃষ্টি হয়েছে। এ নিয়ে গত ৩ দিনে সড়কটির কমপক্ষে ১৫ অংশে ভাঙন দেখা গেল। সবচেয়ে বেশি ভাঙনের কবলে পড়েছে মেরিন ড্রাইভের টেকনাফের সাবরাং ইউনিয়নের বাহারছড়া ঘাট থেকে হাদুরছড়া বিজিবি ক্যাম্প সংলগ্ন শ্মশান পর্যন্ত ২ কিলোমিটার এলাকা জুড়ে। শুক্রবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ২ ঘণ্টায় ওই এলাকার পশ্চিম মুন্ডার ডেইল সংলগ্ন সড়কে নতুন করে ভেঙেছে দেড় শত মিটারের বেশি। বাড়ন্ত পানির তীব্র ঢেউ তলিয়ে নিয়ে গেছে কয়েক কিলোমিটার ঝাউবীথির গাছ। নেতিয়ে গেছে মেরিন ড্রাইভ ও সৈকতের ভাঙন রোধে বসানো জিও ব্যাগ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh