কক্সবাজার সৈকতে ভেসে এলো মানুষের কঙ্কাল

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৩, ১২:৫০ পিএম

কক্সবাজার সমুদ্র সৈকত। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্র সৈকত। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্র সৈকতে ঢেউয়ের সঙ্গে মানুষের কঙ্কাল ভেসে এসেছে। আজ রবিবার (৬ আগস্ট) সকাল ৯টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের ডায়াবেটিস পয়েন্টে কঙ্কালটি ভেসে আসে।

স্থানীয়রা জানান, সকালে জেলেরা সৈকতে মাছ শিকারে গেলে আবর্জনার সঙ্গে পরিত্যক্ত অবস্থায় একটি কঙ্কাল দেখতে পায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম। 

তিনি জানান, জেলেরা সকালে মাছ শিকার করতে গেলে আবর্জনার সঙ্গে একটি কঙ্কাল দেখতে পান, পরে পুলিশে খবর দেয়া হলে কঙ্কাল উদ্ধার করা হয় । ধারণা করা হচ্ছে এটি অন্তত ১০ দিন আগে সাগরে কোনো দুর্ঘটনায় মারা গিয়েছে। এই কঙ্কাল কোথা থেকে এসেছে, কীভাবে মারা গেছে তা এখনো জানা যায়নি। এবিষয়ে খোঁজ নেয়া হচ্ছে বলে জানান ওসি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh