আগস্টের শেষে ডেঙ্গুর সংক্রমণ কমবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৩, ০৫:৪৮ পিএম

হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগী। ছবি: স্টার মেইল

হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগী। ছবি: স্টার মেইল

আগস্টের শেষে ডেঙ্গু রোগী কমে স্বস্তিকর অবস্থায় পৌঁছাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আজ রবিবার (৬ আগস্ট) দেশে চলমান ডেঙ্গু সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান এমআইএস বিভাগের পরিচালক অধ্যাপক শাহাদাৎ হোসেন।

তিনি বলেন, জুলাই মাসজুড়ে ডেঙ্গু প্রতিনিয়ত বেড়েছে। তবে বিগত সময়ের তুলনায় বর্তমানে ঢাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা স্থিতিশীল রয়েছে। ঢাকার বাইরে রোগীর সংখ্যা বাড়লেও, আগে যে হারে বেড়েছিল এখন আর সে হারে বাড়ছে না।

অধ্যাপক শাহাদাৎ হোসেন বলেন, যখন এ স্থিতিশীলতা থেকে রোগী কমার দিকে যাবে তখন আমাদের হাসপাতালগুলোতে চাপ কমবে। তবে তার আগ পর্যন্ত আমাদের আশঙ্কাজনক অবস্থায় থাকতে হবে।

ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, কোনো রোগের প্রাদুর্ভাব একটা সময় সর্বোচ্চ পরিমাণ হয়ে এরপর ধীরে ধীরে কমতে থাকে। তবে সে ক্ষেত্রে প্রতি বছর একইরকম মিল থাকবে তাও না।

গত বছর অক্টোবরে ডেঙ্গু কমতে শুরু করে। তবে এবার সেটা আগস্টেও হতে পারে। আগস্ট মাসে ডেঙ্গু মোকাবিলা করতে পারলে আশা করা যায় এ রোগটায় আক্রান্ত কিছুটা কমে আসবে এবং একটা স্বস্তিকর জায়গায় যাবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh