ক্রিমিয়ার কাছে ইউক্রেনের ২০টি ড্রোন ভূপাতিত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৩, ০৪:৫৯ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাশিয়া ক্রিমিয়া উপদ্বীপের কাছে ইউক্রেনের মনুষ্যবিহীন ২০টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে।

আজ শনিবার (১২ আগস্ট) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে বলেছে, আকাশ প্রতিরক্ষা পদ্ধতির মাধ্যমে ১৪টি এবং ইলেকট্রিনিক উপায়ে আরো ছয়টি ড্রোন ধ্বংস করা হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

এদিকে, শুক্রবার মস্কোর কর্মকর্তারা রাজধানীমুখী একটি ড্রোন ধ্বংসের দাবি করেছে। সম্প্রতি মস্কোতে একাধিকবার ড্রোন হামলার চেষ্টা চালানো হয়েছে। এটি এ ধরনের সর্বশেষ প্রচেষ্টা।

ইউক্রেন জুলাই মাসে ক্রিমিয়ায় হামলা চালিয়ে গোলাবারুদের একটি ডিপো উড়িয়ে দিয়েছে। এছাড়া রাশিয়ার মূল ভূখন্ডের সাথে সংযোগকারী সেতুও এ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।- বাসস

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh