বেরোবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ সেপ্টেম্বর

বেরোবি প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৩, ০৬:৫৬ পিএম

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ছবি: প্রতিনিধি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ছবি: প্রতিনিধি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ৩ সেপ্টেম্বর। 

আজ রবিবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি কমিটির সদস্য সচিব কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান।

মিজানুর রহমান বলেন, আজ (১৩ আগস্ট) ও আগামীকাল (১৪ অগাস্ট) আমাদের চূড়ান্ত ভর্তি চলবে। ভর্তি কমিটির সভায় আমাদের ক্লাস শুরুর তারিখ ৩ সেপ্টেম্বর ঠিক করা হয়েছে। সেই অনুযায়ী বিভাগগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

নতুন মেধাতালিকার বিষয় জানতে চাইলে ড. মিজানুর রহমান বলেন, জিএসটি যদি কোন নির্দেশনা দেয় তাহলে আমরা সেই নির্দেশনা মেনে নতুন মেধাতালিকা প্রকাশ করব।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh