ভারতের হিমাচল রাজ্যে পাহাড়ি ঢল ও ভূমিধসে মৃত্যু ২১

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৩, ০৩:১৬ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের হিমাচল রাজ্যে ২৪ ঘণ্টার মধ্যে ভারি বৃষ্টিজনিত দু’টি পৃথক ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত দুই দিনে রাজ্যটিতে প্রাকৃতিক দুর্যোগে মোট ২১ জনের মৃত্যু হল।

আজ সোমবার (১৪ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে রাজ্যটির সোলন জেলায় হঠাৎ বজ্রসহ অতি ভারি বৃষ্টির কারণে সৃষ্ট পাহাড়ি ঢলে জাডোন গ্রামে সাতজনের মৃত্যু হয়েছে।

একইদিন শিমলা শহরের সামার হিল এলাকায় ভূমিধসে একটি শিব মন্দির ভেঙে পড়ে, এতে অন্তত নয়জনের মৃত্যু হয়।

শিমলার ডিসি আদিত্য নেগি বার্তা সংস্থা পিটিআইকে জানান, শিমলা শহরে ভূমিধসের দুটি ঘটনা ঘটেছে, এতে ১৫ থেকে ২০ জন মাটিচাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সোলানের কান্দাঘাট মহকুমার মামলাই গ্রামে ভারি বৃষ্টির পর পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছয় ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। জাডোনে পানির তোড়ে দু’টি বাড়ি ও একটি গোয়ালঘর ভেসে গেছে বলে বার্তা সংস্থা এএনআই জানিয়েছে। জাডোনে নিহতদের মধ্যে তিনজন কিশোর বয়সী ও একজন শিশু।

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু টুইটার পোস্টে এসব মৃত্যুর কথা নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের সহায়তা দেওয়া আশ্বাস দিয়েছেন তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh