অতিরিক্ত মূল্যে ডিম বিক্রি করায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৩, ০৩:২৭ পিএম

অতিরিক্ত মূল্যে ডিম বিক্রি করায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা। ছবি: মানিকগঞ্জ প্রতিনিধি

অতিরিক্ত মূল্যে ডিম বিক্রি করায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা। ছবি: মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে অতিরিক্ত মূল্যে ডিম বিক্রি, ক্রয়কৃত পণ্যের রশিদ সংরক্ষণ না করা, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করায় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

আজ সোমবার (১৪ আগস্ট) সকালে সদর উপজেলার বালিরটেক বাজার, সানবান্দা বাজার, লেমুবাড়ি বাজার ও পৌর কাচা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

আসাদুজ্জামান রুমেল বলেন, বালিরটেক বাজারের কার্তিক ষ্টোরকে দুই হাজার, রাহিমা ষ্টোরকে সাত হাজার ও সুজন ভাণ্ডারকে তিন হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। অভিযানে জনসচেতনতা মূলক প্রচুর সংখ্যক লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh