বঙ্গবন্ধুর ৫ খুনির সন্ধান দিলে পুরস্কার দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৩, ০৩:৩০ পিএম | আপডেট: ১৪ আগস্ট ২০২৩, ০৭:১১ পিএম

পলাতক ৫ খুনি। ফাইল ছবি

পলাতক ৫ খুনি। ফাইল ছবি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক ৫ খুনির সন্ধান দিতে পারলে আকর্ষণীয় পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে সরকার।

আজ সোমবার (১৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি সব দেশবাসীকে বলবো যে, আপনারা এই ৫ জন যাদের আমরা ঠিকানা পাইনি, এদের তথ্য দিলেই পুরস্কৃত করা হবে।

এছাড়াও তিনি প্রবাসীদের পরামর্শ দেন, যুক্তরাষ্ট্রে রাশেদ চৌধুরী ও কানাডায় নূর চৌধুরীর বাসার সামনে মাসে একবার প্রতিবাদ জানানোর।

তিনি বলেন, এই দুইজন সেসব দেশে নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছেন। তাদের দেখলেই খুনি খুনি বলে ধিক্কার জানানোর আহবান জানান মন্ত্রী।

উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ই অগাস্ট কয়েকজন সেনা কর্মকর্তা ও সদস্যরা হত্যা করে বাংলাদেশের স্বাধীনতার রূপকার বঙ্গবন্ধুকে। সেই কাল রাতে হত্যা করা হয় তার সহধর্মিণী, তিন ছেলেসহ পরিবারের ১৮ জন সদস্যকে।

বঙ্গবন্ধু হত্যার অপরাধে ছয় খুনির ফাঁসির রায় কার্যকর হয়েছে। কিন্তু আত্মস্বীকৃত খুনিদের মধ্যে পাঁচজন এখনো পলাতক। বিদেশে পালিয়ে থাকা ওই পাঁচজনকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক পাঁচ খুনি হচ্ছে- লে. কর্নেল এসএইচএমবি নূর চৌধুরী (অব্যাহতি), লে. কর্নেল এএম রাশেদ চৌধুরী (অব্যাহতি), লে. কর্নেল শরিফুল হক ডালিম (অব্যাহতি), লে. কর্নেল আবদুর রশিদ (বরখাস্ত) ও রিসালদার (বরখাস্ত) মোসলেহ উদ্দিন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh