‘বিএনপি-জামায়াত বন্যার্তদের পাশে নেই’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৩, ০৯:৫৮ পিএম | আপডেট: ১৪ আগস্ট ২০২৩, ১০:০৫ পিএম

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন। ছবি- সংগৃহীত

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন। ছবি- সংগৃহীত

বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন, এবার সাতকানিয়া, লোহাগাড়াসহ দক্ষিণ চট্টগ্রামে ভয়াবহ বন্যায় মানুষ ক্ষতির সম্মুখীন হয়েছে। ঘটেছে বহু প্রাণহানি। এই দুর্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা সার্বক্ষণিক বন্যার্তদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। অথচ এই সংকটকালে বিএনপি জামাতের কেউই মানুষের পাশে নেই। কারণ তারা রাজনীতি করে শুধুমাত্র ক্ষমতায় গিয়ে লুটপাট করার জন্য। 

আজ সোমবার (১৪ আগস্ট) সকাল ১০টায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন তিনি। 

আমিনুল ইসলাম বলেন, অতীতে দেশের কোনো ক্রাইসিস সময়ে বিএনপি জামায়াতকে দেখা যায়নি। তারা ক্ষমতায় থাকাকালে দেশ দুর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ন হয়, খাদ্য ঘাটতি হয়, বিদ্যুৎ ও সার চাইলে মানুষ খুন হয়। হাওয়া ভবন বানিয়ে লুটপাট হয়। তারা এখন বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে ক্ষমতার স্বপ্নে বিভোর। কিন্তু আগামী নির্বাচনে দেশের মানুষ অবশ্যই তাদের প্রত্যাখান করবে। তাই তারা নির্বাচন বানচালের নানা ষড়যন্ত্র ও চক্রান্তে লিপ্ত। 

আবার নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার সরকার প্রতিষ্ঠার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সবাইকে কাজ করার আহবান জানান তিনি। 

এসময় তার সাথে ছিলেন- লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন চৌধুরী, অধ্যাপক মাসুম চৌধুরী উপজেলা আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান, মোহাম্মদ শাহজাহান, মুক্তিযোদ্ধা মোহাম্মদ মিয়া, তৈয়বুল হক বেদার, এস এম মামুন, মামুনুর রশিদ, নুরুল হক, চেয়ারম্যান মোজাম্মেল হক চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জিয়াউর রহমান, কামাল উদ্দিন, নুরুল আবছার, মানিক, মোখলেসুর রহমান জাকের, মাঈনুদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের জায়েদ বিন কাশেম, তাঁতী লীগের আলিম, মৎস্যজীবী লীগের হারুনুর রশিদ রাশু, যুবলীগ নেতা রাশেদ, মোরশেদ, মুন্তাসির জেলা ছাত্রলীগের জয়নাল আবেদীন প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh