কেরানীগঞ্জে কেমিক্যাল কারখানায় আগুন, ৩ মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩, ০৯:১১ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর কেরানীগঞ্জের গদারবাগ এলাকায় একটি কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করে।

আজ মঙ্গলবার (১৫ আগস্ট) দিবাগত রাত ৩টা ৫৮ মিনিটে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে ভোর ৬টা ১৭ মিনিটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করে।

এদিকে আগুনের ঘটনায় প্রাথমিক চারজনের মরদেহ উদ্ধারের কথা জানায় ফায়ার সার্ভিস।

পরে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার বলেন, আমাদের কাছে প্রথম তথ্য ছিল অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে জানা গেছে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

এর আগে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর কারখানার ভেতর থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh