শোক দিবসে ১০ হাজার গরিব-দুস্থকে কাঙালি ভোজ খাওয়াবেন কাদের মির্জা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩, ০৯:৫২ এএম

১০ হাজার মানুষের কাঙালি ভোজের আয়োজন চলছে। ছবি: সংগৃহীত

১০ হাজার মানুষের কাঙালি ভোজের আয়োজন চলছে। ছবি: সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ১০ হাজার মানুষের কাঙালি ভোজের আয়োজন করেছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা।

আজ ১৫ আগস্ট (মঙ্গলবার) দুপুরে পৌরসভার মিলনায়তনে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করা হবে।

এর আগে সকাল ৯টায় দলীয় কার্যালয়ে কোরআনখানির আয়োজন করা হয়েছে। পরে সকাল ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং পৌরসভার মিলনায়তনে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 

এ বিষয়ে বসুরহাট পৌরসভার মেয়র ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা বলেন, বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল শেষে দুপুরে ১০ হাজার গরিব দুস্থদের কাঙালি ভোজ খাওয়ানো হবে। এই জন্য আমাদের সকল প্রস্তুতি শেষ। শোককে শক্তিতে রুপান্তর করে আগামী নির্বাচনে নৌকাকে জয়যুক্ত করতে হবে। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনা ও আমাদের নেতা ওবায়দুল কাদেরের হাতকে শক্তিশালী করবো।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh