ছেলের কবরের পাশে শায়িত হলেন সাঈদী

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩, ০৪:৪২ পিএম | আপডেট: ১৫ আগস্ট ২০২৩, ০৭:৫৩ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহ পিরোজপুরে দাফন করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা ৩টার দিকে সাঈদী ফাউন্ডেশনের মসজিদের দক্ষিণ পাশে বড় ছেলে মাওলানা রফিক সাঈদীর কবরের পাশে তাকে দাফন করা হয়।

পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, জোহরবাদ পিরোজপুর শহরে অবস্থিত ‘আল্লামা সাঈদী ফাউন্ডেশন’ মাঠে জানাজার নামাজ হয়। গণমানুষের অস্বাভাবিক চাপ থকায় একই স্থানে পরপর তিনটি জানাজা নামাজ পড়ানো হয় বলে নিশ্চিত করেছেন সাঈদীর ছেলে শামীম সাঈদী।

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল (বিএসএমএমইউ) থেকে পুলিশি পাহারায় পিরোজপুরে আনা হয়। মঙ্গলবার সকাল ১০টায় সাঈদীর মরদেহ বহনকারী গাড়ি পিরোজপুর এসে পৌঁছায়। 

বৈরী আবহাওয়া উপেক্ষা করে কয়েক হাজার সাঈদী ভক্ত ও জামায়াত নেতারা জানাজা ও দাফনে অংশ নেয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh