অবসর ভেঙে বিশ্বকাপে ফিরবেন স্টোকস

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩, ০৬:২৯ পিএম

বেন স্টোকস। ছবি: সংগৃহীত

বেন স্টোকস। ছবি: সংগৃহীত

মঈন আলী ফিরেছিলেন। এবার স্টোকসও ফিরছেন। তবে মঈনের মতো টেস্টে নয়, স্টোক ফিরছেন ওয়ানডেতে। 

ব্রিটিশ পত্রিকা দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদন বলছে, বিশ্বকাপ খেলতে ওয়ানডে অবসর ভেঙে ফিরতে যাচ্ছেন ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকস। এ কারণে সামনের মৌসুমের আইপিএলও বাদ দিতে পারেন ইংল্যান্ডের এই টেস্ট অধিনায়ক।

গত বছরের জুলাইয়ে ওয়ানডেকে বিদায় বলেন স্টোকস। তবে ভারতের মাটিতে আগামী অক্টোবরে শুরু হতে যাওয়া বিশ্বকাপে স্টোকসের খেলার গুঞ্জন ছিল আগে থেকেই। 

ইংল্যান্ডের ওয়ানডে কোচ ম্যাথু মট জানান, স্টোকসের জন্য ওয়ানডে দলের দুয়ার সবসময় খোলা। স্টোকস সিদ্ধান্ত বদলাবেন বলেও আশা প্রকাশ করেছিলেন তিনি। সম্প্রতি মট আবারও ইঙ্গিত দেন, স্টোকসকে পাওয়ার আশা ছাড়েননি তারা। স্টোকসের সঙ্গে অধিনায়ক জস বাটলার কথা বলবেন বলেও জানান তিনি।

টেলিগ্রাফের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ওয়ানডে দলে ফেরার ইঙ্গিত টিম ম্যানেজমেন্টকে দিয়ে রেখেছেন ১০৫টি ওয়ানডে খেলা স্টোকস। বিশ্বকাপের প্রাথমিক দল আজ মঙ্গলবার (১৫ আগস্ট) ঘোষণা করবে ইংল্যান্ড, স্টোকসের ওই দলে থাকার কথা।

বিশ্বকাপে খেললে স্টোকস বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবেই খেলতে পারেন। অ্যাশেজেও ৫ ম্যাচ মিলিয়ে মাত্র ২৯ ওভার বোলিং করেছিলেন তিনি। তবে মিডল অর্ডারে শুধু ব্যাটসম্যান হিসেবেই তাকে প্রয়োজন মনে করছে ইংল্যান্ড।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh