সরকারি-বেসরকারি বেশ কয়েকটি ওয়েবসাইটে সাইবার হামলা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৩, ১১:৪৭ এএম | আপডেট: ১৬ আগস্ট ২০২৩, ১১:৪৮ এএম

সাইবার হামলা। ছবি: প্রতীকী

সাইবার হামলা। ছবি: প্রতীকী

বাংলাদেশে বড় ধরনের সাইবার হামলার হুমকি দেয় ভারতীয় একদল হ্যাকার। ১৫ আগস্টকে সামনে রেখে এ হুমকি দেওয়া হয়েছিল। এ হুমকির পর দেশজুড়ে সতর্কতা জারি করে সার্ট। তবে এ সতর্কতার মধ্যেই সরকারি-বেসরকারি বিভিন্ন অফিসে ডেটা ফাঁসসহ বেশ কয়েকটি হামলার শিকার হয়েছে।

এর মধ্যে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এবং ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেসেরও তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। প্রায় ১০ হাজার বিনিয়োগকারী এবং বিনিয়োগ আবেদনকারীর তথ্য থাকায় প্রতিষ্ঠানটির তথ্য ফাঁসের ঘটনাটি বিশেষভাবে উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে।

এছাড়া আরো বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাকের ঘটনা ঘটেছে। তবে সেগুলো বেশ নিম্মমানের হ্যাকিং ছিল বলে জানা গেছে। যেসব প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাকিংয়ের শিকার হয়েছে, তার মধ্যে রয়েছে বিভিন্ন পুলিশ ইউনিট, টিকেটিং ওয়েবসাইট, ব্যাংক ওয়েবসাইট। তবে কয়েক ঘণ্টার মধ্যে সেগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh