সাঈদীর গায়েবানা জানাজায় সংঘর্ষ, আটক ৪০

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৩, ০৩:৩৮ পিএম

সাঈদীর গায়েবানা জানাজায় সংঘর্ষ। ছবি: চট্টগ্রাম প্রতিনিধি

সাঈদীর গায়েবানা জানাজায় সংঘর্ষ। ছবি: চট্টগ্রাম প্রতিনিধি

একাত্তরের যুদ্ধাপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে চট্টগ্রামে জামায়াত শিবিরের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ৪০ জনসহ ২৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কোতোয়ালী থানা পুলিশ।

আজ বুধবার (১৬ আগস্ট) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান। 

তিনি সাম্প্রতিক দেশকালকে বলেন, মঙ্গলবার ১৫ আগস্ট নগরের জমিয়াতুল ফালাহ মসজিদ থেকে আলমাস মোড় পর্যন্ত জামায়াত-শিবিরের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা নিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা শুরু করলে পুলিশ তাতে বাধা দেয়। এতে বিক্ষুব্ধ অবস্থায় তারা পুলিশের উপর হামলা চালায়। এতে ৫ পুলিশ সদস্য গুরুতর আহত হয়।

তিনি বলেন, এই ঘটনায় ৪০ জনকে আটক করা হয়। পরে আটক ৪০ ও পলাতক ২৫ জনসহ অজ্ঞাত ২৫০ বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবীর সাম্প্রতিক দেশকালকে বলেন, গ্রেপ্তার ৪০ জনকে দুপুরের মধ্যে কোর্টে চালান করা হবে। এরপর আদালতের কাছে তাদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh