জাতীয় শোক দিবস পালন করলো এইচবিএল বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৩, ০৩:৪৬ পিএম

এইচবিএল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সেলিম বরকতসহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান।

এইচবিএল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সেলিম বরকতসহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান।

নানাধরনের আয়োজনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে এইচবিএল বাংলাদেশ। 

গতকাল মঙ্গলবার (১৫ আগস্ট) ব্যাংকটির কান্ট্রি ম্যানেজার সেলিম বরকতসহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান। 

জাতীয় শোক দিবস পালনের অংশ হিসেবে এই ব্যাংকের কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করা (মাসব্যাপী), অফিস ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, দোয়া মাহফিলের আয়োজন করা এবং অবিন্তা কবির ফাউন্ডেশন স্কুলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। 

এছাড়াও, এইচবিএল ঢাকায় বৃক্ষরোপণ কার্যক্রমের আয়োজন করে। এর পাশাপাশি একটি আলোচনা সভা করা হয়। যেখানে বঙ্গবন্ধুর বই ‘অসমাপ্ত আত্মজীবনী’ থেকে পাঠ করা হয়। এর পরপরই থাকে বঙ্গবন্ধুর জীবন নিয়ে তৈরি একটি তথ্যচিত্রের প্রদর্শনী এবং একটি দোয়া মাহফিল। 

প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও শিক্ষা সমুন্নত রাখার জন্য এইচবিএল বাংলাদেশ দৃঢ়প্রতিজ্ঞ। সকল গ্রাহক ও অংশীদারকে জাতীয় শোক দিবস পালনে অংশ নেওয়ার জন্যও আহ্বান জানায় ব্যাংকটি।          


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh