শপথ নিলো পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৩, ০৭:১৪ পিএম | আপডেট: ১৮ আগস্ট ২০২৩, ০৭:১৪ পিএম

পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকারের মন্ত্রীসভার সদস্যরা শপথ গ্রহণ করেছেন। ছবি: সংগৃহীত

পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকারের মন্ত্রীসভার সদস্যরা শপথ গ্রহণ করেছেন। ছবি: সংগৃহীত

পাকিস্তানে নবনিযুক্ত তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার ও তার মন্ত্রীসভার সদস্যরা শপথ গ্রহণ করেছেন।

গতকাল বৃহস্পতিবার (১৭ আগস্ট) ইসলামাবাদে প্রেসিডেন্ট বাসভবনে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভি তত্ত্বাবধায়ক মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান। 

এক বিবৃতিতে প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, ১৬ জন মন্ত্রী ও তিনজন উপদেষ্টা মন্ত্রী শপথ নিয়েছেন।

তত্ত্বাবধায়ক সরকারের কেন্দ্রীয় মন্ত্রীরা হলেন- সিনেটর সরফরাজ বুগতি, জলিল আব্বাস জিলানি, শামশাদ আখতার, লেফটেন্যান্ট জেনারেল (অব.) আনোয়ার আলি হায়দার, মুর্তজা সলঙ্গি, সামি সাঈদ, শহিদ আশরাফ তারার, আহমদ ইরফান আসলাম, মোহাম্মদ আলি, গোহর এজাজ, উমর সাইফ, নাদিম জান, খলিল জর্জ, আনেক আহমদ, জামাল শাহ ও মাদাদ আলি সিন্ধি।

এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টারা হচ্ছেন এয়ার মার্শাল (অব.) ফারহাত হোসেন খান, আহাদ খান চিমা ও ওয়াকার মাসুদ খান। পাকিস্তানের সংবিধান অনুযায়ী, তত্ত্বাবধায়ক সরকারের মন্ত্রিসভার সদস্য এবং তাদের নিকটাত্মীয় পরিবার (স্বামী এবং সন্তান) আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।

সারাদেশে নির্বাচনী এলাকার নতুন সীমানা নির্ধারণ সম্পর্কে চলতি বছরের ডিসেম্বরে জানানো হবে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)।

ইসিপি বলছে, নতুন সীমানা নির্ধারণে প্রায় ৪ মাস সময় লাগবে। কারণ প্রাদেশিক এবং জাতীয় সংসদ ভেঙে দেয়ার ৯০ দিনের মধ্যে দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না।_রয়টার্স

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh