যেকোনো কর্মসূচিতে বিএনপির পাশে থাকার ঘোষণা পার্থের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৩, ০৮:০৪ পিএম | আপডেট: ১৮ আগস্ট ২০২৩, ০৮:০৫ পিএম

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ছবি: সংগৃহীত

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ছবি: সংগৃহীত

সরকার গণতন্ত্রের গলা চেপে ধরেছে মন্তব্য করে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির যেকোনও কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে তার দল জাতীয় পার্টি-বিজেপি। তার ধারাবাহিকতায় গণমিছিল করেছে দলটি।

আজ শুক্রবার (১৮ আগস্ট) রাজধানীর ফকিরাপুল দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পুরানা পল্টনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি।

বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে আগামীতেও আমাদের দলীয় কর্মসূচির পাশাপাশি যেকোন জাতীয় কর্মসূচিতে বিএনপির পাশে থাকবো। আমরা নির্ভরযোগ্য সরকারের অধীনে নির্বাচন চাই। এই সরকার দুই দুইবার ভোট চুরির মাধ্যমে মানুষের বুকের ওপরে চেপে বসেছে, গণতন্ত্রের গলা চেপে ধরেছে এই সরকার।

তিনি বলেন, আমরা পরিষ্কার করে বলে দিতে চাই আমেরিকার স্যাংশনে সরকার এখন টেনশনে। আগামীতে বাংলাদেশে আর এই ধরনের নির্বাচন হবে না। আজকে সরকার ক্ষমতার বলে সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh