শব্দদূষণ বন্ধ করা হোক

আয়রা মেহজাবীন

প্রকাশ: ২১ আগস্ট ২০২৩, ০১:৩০ পিএম

বর্তমানে যে মারাত্মক দূষণ নিয়ে সকলে একপ্রকার নির্বিকার তা হলো শব্দদূষণ। অকারণে হর্ণ বাজানো, যত্রতত্র মাইকিং, ব্যান্ডপার্টি,কনসার্টের শব্দ, বিয়েবাড়ি- অনুষ্ঠানে অতিরিক্ত শব্দে গানবাজনা এককথায় সহ্য ক্ষমতার অতিরিক্ত শব্দ হলেই তাকে শব্দদূষণ বলা যায়। 

আর বর্তমানে এর খপ্পর হতে দেশের কোথাও রেহাই নেই। বর্তমানে শব্দদূষণের ফলে অস্থিরতা, উচ্চ রক্তচাপ, খিটখিটে মেজাজ, কানে কম শোনা, মাথাব্যথা, মাইগ্রেনসহ বহুসমস্যা ও আক্রান্তের হার ক্রমশ উর্ধ্বমুখী। বিশেষজ্ঞদের মতে, দেশের প্রায় ৫০% ট্রাফিক পুলিশ ও ৭০% কানে কম শোনেন সড়কের ভয়ঙ্কর শব্দদূষণের কারণে, প্রতিবছর হাজার হাজার পাখি মৃত্যুবরণ করে একারণে। এতকিছুর পরও কি দেশের শব্দদূষণ আইন শুধু কাগজেই থাকবে? এ ব্যাপারে প্রশাসন ও উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপের পাশাপাশি নিজ স্বার্থে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির আহবান জানাচ্ছি।

আয়রা মেহজাবীন, চট্টগ্রাম।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh