ডেস্কটপেও ব্যবহার করা যাবে থ্রেডস

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৩, ১১:২৫ এএম

থ্রেডস। ছবি: সংগৃহীত

থ্রেডস। ছবি: সংগৃহীত

এক্সকে টেক্কা দিতে মেটার থ্রেডস এসেছে গতমাসে। মাত্র কয়েক ঘণ্টায় ১০০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী হওয়ায় রেকর্ড করেছিলো এই অ্যাপটি। সেই সংখ্যা সময়ের সঙ্গে সঙ্গে বেড়েই চলেছে। এক্সের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে থ্রেডস একের পর এক ফিচার নিয়ে আসছে।

এতদিন অ্যান্ড্রয়েডে থ্রেডস ব্যবহার করা যেত। এখন ওয়েব ভার্সনে অর্থাৎ আপনার ডেস্কটপ বা ল্যাপটপেও থ্রেডস ব্যবহার করতে পারবেন। এক্সও রয়েছে ওয়েব ভার্সন। তাই থ্রেডসের ক্ষেত্রেও ওয়েব ভার্সন চালু করা খুবই জরুরি হয়ে পড়েছে।

তবে কবে থেকে থ্রেডসের ওয়েব ব্যবহার করা যাবে তার সঠিক দিন এখনো জানায়নি মেটা। ধারণা করা হচ্ছে খুব শিগগির থ্রেডস অ্যাপের ওয়েব ভার্সন চালু হবে। প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকেরই অনুমান এর ফলে বিভিন্ন ব্র্যান্ড, বিজ্ঞাপনী সংস্থা এবং সমাজের প্রভাবশালীদের কাছে গ্রহণযোগ্যতা বাড়বে থ্রেডস অ্যাপের। আরও বেশি সংখ্যক ইউজার থ্রেডস অ্যাপ ব্যবহার করবেন।

এছাড়াও থ্রেডসে যুক্ত হচ্ছে এক্সের ডিরেক্ট মেসেজ বা ডিএম ফিচার। থ্রেডস হলো টেক্সট ভিত্তিক কনভারসেশন অ্যাপ। এখানে ৫০০ ক্যারেক্টার পর্যন্ত পোস্ট লেখা যাবে। সেই সঙ্গে লিঙ্ক, ছবি, ভিডিও পোস্ট করা যাবে। ৫ মিনিটের ভিডিও পোস্ট করা যাবে থ্রেডস অ্যাপে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ক্রেডেন্সিয়াল দিয়েই সব কাজ করা যাবে এই অ্যাপে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh