একদফা দাবিতে সাত কলেজের শিক্ষার্থীদের ফের নীলক্ষেত অবরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৩, ০১:৩৪ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৩, ০১:৩৫ পিএম

একদফা দাবিতে নীলক্ষেতে সাত কলেজের শিক্ষার্থীরা।ছবি: সাম্প্রতিক দেশকাল

একদফা দাবিতে নীলক্ষেতে সাত কলেজের শিক্ষার্থীরা।ছবি: সাম্প্রতিক দেশকাল

একদফা দাবি নিয়ে তৃতীয় দিনের মতো ফের নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। সিজিপির শর্ত শিথিল করে পরবর্তী বর্ষে প্রমোশনের দাবি মেনে নেওয়া হয়নি বলে শিক্ষার্থীরা অভিযোগ তুলেছেন।

আজ রবিবার (২৭ আগস্ট) দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে মিরপুর রোডের নীলক্ষেত মোড় অবরোধ করেন তারা।

আন্দোলনে অংশ নিতে আসে শিক্ষার্থীরা জানান এক দফা এক দাবিতে আন্দোলনের জন্য নীলক্ষেত মোড়ে জড়ো হচ্ছেন তারা।

তাদের দাবিটি হলো -

  • সিজিপিএ সিস্টেম শিথিল করে, অকৃতকার্য বিষয়ে মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশন দিতে হবে।

এর আগে গতকাল শনিবার (২৬ আগস্ট) সিজিপিএর শর্ত শিথিল করে পরবর্তী বর্ষে প্রমোশন দেয়ার এক দফা দাবিতে গণ-অনশন করার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

সেখানে বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ আগস্ট রবিবার হচ্ছে আমাদের মরা-বাঁচার লড়াই। ঢাবির এই অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমাদের দাবি মানতে হবে, নয়তো ৭ কলেজকে আলাদা করতে হবে। আমরা আমাদের ভাই-বোনদের জীবন বিপন্ন হতে দেবো না।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh