পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৩, ০৬:০৯ পিএম

পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের লোগো। ছবি: সংগৃহীত

পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের লোগো। ছবি: সংগৃহীত

পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির একটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আজ রবিবার (২৭ আগস্ট) বিচারপতি মো. খিজির আহম্মেদ চৌধুরীর একক বেঞ্চ এ আদেশ দেন।

সোহরাব আলীসহ সুনামগঞ্জের ১৩ জন ক্ষতিগ্রস্ত গ্রাহক কোম্পানিটির অবসায়নের আবেদন করেন। আবেদন শুনানির জন্য মঞ্জুর করে একই সঙ্গে প্রতিষ্ঠানটির ব্যাংক অ্যাকাউন্ট জব্দের সিদ্ধান্ত দেন আদালত।

আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল কাইয়ুম লিটন।

তিনি বলেন, আদালত যে কোম্পানির একটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদেশ দিয়েছেন সেখানে প্রায় ৩ কোটি টাকা রয়েছে ওই প্রতিষ্ঠানের।

আদালতে যাওয়া আবেদনকারী ১৩ জন গ্রাহক ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে ২০০৮ সালে পলিসি গ্রহণ করেন। এসব পলিসিগুলো ২০২০ সালে ম্যাচিউর হয়। কিন্তু প্রতিষ্ঠানটি পলিসিগুলোর বিপরীতে পাওনা টাকা বিগত তিন বছর যাবত পরিশোধ করে নাই। এ জন্য তারা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh