১৪ দিনের রিমান্ডে ইমরান খান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৩, ০৬:৩২ পিএম

ইমরান খান। ফাইল ছবি

ইমরান খান। ফাইল ছবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খানের বিচার বিভাগীয় রিমান্ডের মেয়াদ আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। সরকারি গোপন তারবার্তা ফাঁস মামলায় (সাইফার মামলা) এ আদেশ দেন আদালত।

আজ বুধবার (৩০ আগস্ট) আদালতের এ আদেশের ফলে তোশাখানা মামলায় ৩ বছরের সাজা স্থগিত হলেও ওইদিন পর্যন্ত তাকে কারাগারে থাকতে হবে বলে বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে জিও নিউজ।

অ্যাটক জেলা কারাগারে এ মামলার শুনানির পর এদিন বিচারক আবুল হাসনাত জুলকারনাইন আদেশ দেন। ওএসএ এর অধীনে মামলার শুনানির জন্য প্রতিষ্ঠিত এই বিশেষ আদালত ইমরান খানকে বিচারিক লকআপে রাখার জন্য অ্যাটক কারাগার কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে।

এর আগে ৫ আগস্ট ইসলামাবাদের একটি বিচারিক আদালত পাকিস্তানের নির্বাচন কমিশনের (ইসিপি) করা মামলায় ইমরানকে দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাদণ্ডের পাশাপাশি ১ লাখ রুপি জরিমানা করেন।

ইমরান খান ইচ্ছাকৃতভাবে নির্বাচন কমিশনে (তোশাখানা উপহারের) মিথ্যা বিবরণ দিয়েছেন বলে ওই রায়ে বলা হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh