নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩, ০২:১৫ পিএম

সড়ক দুর্ঘটনায় নিহত দুই যুবক। ছবি: নাটোর প্রতিনিধি

সড়ক দুর্ঘটনায় নিহত দুই যুবক। ছবি: নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনার পর ট্রাকচালক পলাতক রয়েছেন বলে জানায় পুলিশ। তবে ট্রাকটি জব্দ করেছেন।

গতকাল বুধবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গড়মাটি এলাকা এ দুর্ঘটনা ঘটে। বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- উপজেলার গড়মাটি এলাকার ডাবলুর ছেলে মনন (২২) এবং একই উপজেলার রাজাপুর থানার এলাকার আবির হোসেন (২২)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে দুইজন আরোহী মোটরসাইকেল যোগে উপজেলার গড়মাটি থেকে রাজাপুর যাচ্ছিল। এসময় গড়মাটি এলাকায় পৌঁছলে বিপরীত থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান জানান, এ ঘটনায় ঘাতক ট্রাক চালক পলাতক রয়েছে। তাকে আটকে পুলিশ অভিযানে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh