গাজীপুরে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫০ পিএম

আটককৃত মাদককারবারী। ছবি: গাজীপুর প্রতিনিধি

আটককৃত মাদককারবারী। ছবি: গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর রেলগেট এলাকা থেকে ১৪ কেজি গাঁজা  উদ্ধার করেছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ান (র‌্যাব )। এসময় মাদক ব্যবসায়ী জড়িত থাকার অভিযোগে আব্দুল আলী (৩৬) ও রুবি আক্তার ওরফে লিমা আক্তারকে (২৭) আটক করেছে র‍্যাব-১ এর সদস্যরা।

আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক ও গাজা উদ্ধার করা হয় করে র‌্যাব।

আটককৃতরা হলেন- হবিগঞ্জের চুনারুঘাট থানার হালিশ্রি গ্রামের নেয়ামত আলীর ছেলে আব্দুল আলী এবং একই জেলার মৃত আ. মতিন লাল মিয়ার মেয়ে রুবি আক্তার ওরফে লিমা আক্তার।

র‍্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজীপুরের শ্রীপুর রেলগেট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৪ কেজি গাঁজা যার বর্তমান মূল্য ১ লাখ ৬৮ হাজার টাকা, ৪টি মোবাইল ফোন, ৬টি সীম কার্ড ও নগদ ৩ হাজার ২০ টাকা উদ্ধার করা হয়। 

 তিনি আরও জানান, তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে গাজীপুরের আশপাশ এলাকায় পাইকারী মূল্যে ক্রয়-বিক্রয় করে আসছে বলে স্বীকার করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‍্যাবের ওই কর্মকর্তা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh