৫ বছর মেয়াদী ট্রেড লাইসেন্স চালু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৪ পিএম

ফাইল ছবি।

ফাইল ছবি।

৫ বছর মেয়াদী ট্রেড লাইসেন্স চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এখন থেকে ইস্যু করা সকল ট্রেড লাইসেন্সের মেয়াদ ৫ বছর হবে। এর মাধ্যমে ব্যবসা সূচকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছালো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

আজ সোমবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলে মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) আয়োজিত এক অনুষ্ঠানে পাঁচ বছর মেয়াদী ট্রেড লাইসেন্স ইস্যুকরণ ও পুনঃনবায়ন অনুষ্ঠানে এই ঘোষণা দেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস।

মেয়র বলেন, প্রতিবছর ব্যবসায়ীরা ট্রেড লাইসেন্স নবায়ন করতে হয়রানির শিকার হতেন। এখন থেকে আর তা হবে না। অনলাইনের মাধ্যমে ১০ মিনিটেই ট্রেড লাইসেন্স নবায়ন করা যাবে বলেও জানান মেয়র। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত ও বিডার আওতায় যেসব ব্যবসায়ীরা কাজ করবেন সবাই এই সুফল পাবেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh