ইয়াবাসহ শেবাচিম হাসপাতালের অফিস সহায়কসহ আটক ২

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০১ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারীসহ দুই যুবককে ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর ধানগবেষণা সড়কে মাদ্রাসা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অফিস সহায়ক আবুল কালাম ও অপরজন সিরাজুল ইসলাম। তারা দুজনেই ধানগবেষণা রোড এলাকার বাসিন্দা। এদের মধ্যে হাসপাতালের কর্মচারী কালাম আগেও একবার মাদকসহ গ্রেপ্তার হয়।

তবে অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে গেছে একই এলাকার জুয়েল ও আকাশ নামের আরো দুই যুবক। ইয়াবাসহ দুইজন আটকের ঘটনায় পুলিশ বাদী হয়ে দায়েরকৃত মামলায় ওই দুজনকে পলাতক আসামি করা হয়েছে।

তাছাড়া আটককৃত দুইজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুজনকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে চারজনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh